খেলা

আগাম কোনো নোটিস ছাড়াই ১১জন কোচকে ছাটাই করে দিলো বিসিসিআই

ক্রিকেট দুনিয়া কাঁপাচ্ছে এখন আইপিএল।ছোট থেকে বড় মেতে আছেন এখন আইপিএলে। আর এমন আবহেই ভারতীয় ক্রিকেট বোর্ড চুপ চাপ করে ছাটাই করে দিলো ১১ জন কোচকে। সেই সাথে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের সাথে আর নতুন করে কোনও চুক্তি করা হবে না। তবে কেন এই হঠাৎ সিদ্ধান্ত?তা সম্পর্কে বিসিসিআই এখনো কিছুই জানায়নি।

ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় প্রত্যেক কোচকে ফোন করে বর্ডার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ওই ১১ জনের তালিকায় এমন ৫ জন কোচ আছেন যারা ভারতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন একসময়। আর সেই ৫ জন হলেন রমেশ পাওয়ার, হৃষিকেশ কানিতকার, সুব্রত বন্দোপাধ্যায়, সুজিত সোম সুন্দর ও শ্যামসুন্দর দাস।

বিসিআইএর পক্ষ থেকে বর্ডার কোনও করতে মুখ না খুললেও ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের মতো ভারতেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। করোনা ভাইরাসের তান্ডবের কারণেই এই বছর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে বিদেশে। অপরদিকে দেশে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তাই দীর্ঘদিন ধরে কোনো খেলা বা কাজ না থাকার কারণেই হয়তো কোনো প্রকার নোটিশ ছাড়াই বিতাড়িত করে দেওয়া হলো NCA -এর ১১ জন কোচকে।

Back to top button