দেশ

মৃত্যুদণ্ডের দেওয়ার পর বিচারক কলমের নিব কেন ভাঙেন ? জানুন আসল কারণ

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন চলচিত্রে দেখেছেন বা কারোর মুখে শুনেছেন যে বিচারকরা কোনো দোষীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সেই কলমের নিব ভেঙে ফেলেন। কিন্তু কেন এই রকমটা করা হয় অনেকের মনে এই প্রশ্ন জাগলেও পুরো তথ্য তারা খুঁজে পাইনি।

তাই আসুন জেনে নেই এর পিছনের আসল সত্য, এই নিব ভেঙে ফেলার নিয়ম মূলত ব্রিটিশ আমল থেকে চলে আসা যা একটি প্রতীকী বিষয়। তাছাড়াও এর রয়েছে নানান ব্যাখ্যা আসুন সেগুলো ধাপে ধাপে জেনে নেই –

১ম ব্যাখ্যা : মনে করা হয় যে কলমের মাদ্ধমে একজনের জীবনের আলো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় সেই কলম কখনও অন্যের জীবনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।

২য় ব্যাখ্যা : মন খারাপের অনুভূতি থেকে বা অপরাধবোধ হতে বিচারক তাঁর প্রদত্ত দণ্ড ফিরিয়ে নেওয়ার কথাও ভাবতে পারেন। কিন্তু তিনি যেন তা না করতে পারেন, তার জন্যই কলমের এ নিব ভেঙে ফেলা।

৩য় ব্যাখ্যা : যেকোনো মৃত্যুই দুঃখ দেয়, কম বা বেশি, যদিও কখনো কখনো গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তিরও প্রয়োজন হয়। তার পরও কলমের নিব ভেঙে ফেলার মাধ্যমে বোঝানো হয়, মৃত্যু একটি দুঃখজনক বিষয়।

Back to top button