দেশ

‘প্রজাতন্ত্র দিবসে বাদ পড়লো নেতাজির ট্যাবলো’, মোদিকে চিঠি দিলেন মমতার

প্রজাতন্ত দিবসের (Republic Day 2022) অনুষ্ঠানে দিল্লির প্য়ারেডে বাদ পড়লো বাংলার ট্যাবলো। তাই এই সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা হয় সেই কারণেই আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ( PM Narendra Modi ) চিঠি লিখে পাঠালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। ‘নেতাজি’ এবং ‘আজাদ হিন্দ ফৌজ’ থিমের বাংলার ট্যাবলো যুক্ত করার আর্জি এবং এই ঘটনা বাংলার মানুষের আবেগে ধাক্কা দেওয়া হবে বলে দাবি মমতার।

আজকের এই চিঠিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথা তুলে ধরেন। তিনি চিটির মাধ্যমে দাবি জানান, কোনো রকম পর্যাপ্ত কারণ ছাড়াই প্য়ারেড থেকে বাতিল করা হলো বাংলার ট্যাবলো।কেন্দ্রের তরফে এই রকম সিদ্ধান্তে তিনি হতবাক হয়েছেন। তাই এই সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করা হয় সেই আর্জি লিখে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। শুধু তাই নয় শনিবার থেকে প্য়ারেডে ‘নেতাজি’ এবং ‘আজাদ হিন্দ ফৌজ’ থিমের বাংলার ট্যাবলো বাতিল করাকে কেন্দ্র করে দুই সরকারের মধ্যে সংঘাত চরমে।

Back to top button