দেশ

উৎসবের মরশুমে আরও দাম বাড়বে পেঁয়াজের? ‘চোখে জল’ সাধারণ মানুষের

ক্রমশ বেড়েই চলেছে পেঁয়াজের দাম। এই পেঁয়াজ আমিষ রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আর এই পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষকে হতে হচ্ছে নানান সমস্যার সম্মুখীন। বর্তমানে পেঁয়াজের দাম ৫০ টাকা ছাড়িয়েছে।

দেশের অনেক বিভিন্ন জায়গায় অতি বৃষ্টির ফলে নষ্ট হয়ে গিয়েছে পেঁয়াজ। যার ফলে দাম বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। এছাড়া এই সময় কর্ণাটক থেকে লাল পেঁয়াজ দেশের বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এবার অতিবৃষ্টির কারণে কর্নাটকে পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।নতুন পেঁয়াজ ফলনে এখনও ৩ মাস বাকি। ফলে পেঁয়াজের দাম আরও বাড়বে। আলুর সাথে সাথে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতাদের মাথায় হাত।

এই পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এক তথ্যানুসারে জানা গিয়েছে, দেশের সব পেঁয়াজ মান্ডি মহারাষ্ট্রের লাসালগাঁওতে গত ৩ দিনে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬০০ টাকা। গত ৩দিনে এখানে পেঁয়াজের দাম বেড়েছে কুইন্টাল প্রতি ৩৮০০ টাকা থেকে ৪৪০০ টাকা। জানা গিয়েছে, আগামীদিনে পেঁয়াজের দাম আরও বাড়বে।

Back to top button