OMG!জ্বলন্ত বাসে জীবন্ত মানুষকে পুড়তে দেখল পথচারীরা, উত্তেজনা গোটা এলাকা জুড়ে

ভারতের গুজরাটে সুরাটের ভারাছা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে। বাসটিতে সে সময় ১৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে সবাই নামতে পারলেও এক নারী বাসেই আটকে পড়েন জীবন্ত দগ্ধ হন। তাকে উদ্ধারে অসংখ্য মানুষ এগিয়ে এলেও মুহূর্তেই তিনি জীবন্ত পুড়ে যান। মৃতের মধ্যে আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনের বলা হয়, বাসটির মাত্র একটি দরজা ছিল। আগুন লাগার পর যাত্রীদের চিৎকারে পথচারীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। স্থানীয়রা ওই সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে জ্বলন্ত বাসের সামনে পথচারীদের দাঁড়িয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।
জানা গেছে, সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের (এসএমসি) অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লেগেছে।