দেশ

NPR বিরোধী প্রস্তাব পাশ হলো ‘নতুন রাজ্যে’, বিপাকে মোদী সরকার

NPR বিরোধী প্রস্তাব পাশ হলো অন্ধ্রপ্রদেশে।সেখানকার মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি জানান, “এখানকার সংখ্যালঘুদের NPR ফর্মে তোলা কিছু প্রশ্ন নিয়ে তারা খুবই চিন্তিত।আমি মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষকে এভাবে চাপে ফেলতে পারিনা।সেজন্যই এই আইন বিরোধী প্রস্তাব পাশ করানো হলো”।

আগে থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যথেষ্ট চাপে রয়েছেন।এই চাপ আরও একধাপ বাড়িয়ে দিলো অন্ধ্রপ্রদেশের সরকার জগমোহন রেড্ডি।CAA নিয়ে গোটা দেশ জুড়ে দাঙ্গার সৃষ্টি হলে,বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও CAA বিরোধী প্রস্তাব আইন পাশ করানো হয়েছে।পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব সহ আরও রাজ্যে এই আইন বিরোধী প্রস্তাব ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, কেরলে NPR নিয়ে কেন্দ্র বিরোধী অবস্থান সমন্ধে স্পষ্ট করেছে সেখানকার মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন।শুধু তাই নয় বামশাসিত রাজ্য কেরল হলো প্রথম রাজ্য যেখান থেকে NPR বিরোধী আইনের প্রস্তাব প্রথম পাশ করানো হয়।

Back to top button