দেশ

১৫ কিমি দূর থেকেই মানুষ শুনতে পারবে আওয়াজ, মন্দিরের ঘন্টা বানাচ্ছেন একজন মুসলিম শিল্পী

সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের তোড়জোড়। সম্প্রতি হয়ে গেলো প্রদাহনমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভূমি পূজন। আর এবার নব নির্মিত রাম মন্দিরের জন্য যে আস্ত ধাতুর ঘন্টা বানানো হয়েছে তা লম্বায় ৬ ফুট ও প্রস্থে ৫ ফুট। আর এই ঘন্টার বিশেষত্ব হলো রাম মন্দিরের এই ঘন্টার আওয়াজ শোনা যাবে ১৫ কিমি দূর থেকে। আর এই ঘন্টার ওজন হবে প্রায় ২১ কুইন্টাল। আর এই ঘন্টা নির্মাণের জন্য ব্যবহার করে হয়েছে আস্ত ধাতু সোনা, রুপো, তামা, শিশা, টিন, লোহা, ব্রোঞ্জ ও পারদ।

এই অষ্টধাতু বানাচ্ছেন দাউ দয়াল নামের একজন ব্যক্তি। অপরদিকে এই ঘন্টার ডিজাইন করছেন ইকবাল মিস্ত্রি নামের একজন শিল্পী। ২১ কুইন্টাল ওজনের এই বিশাল ঘন্টার নির্মাণ করছেন উত্তরপ্রদেশের অন্তর্গত এটা জেলার একজন মুসলিম শিল্পী ইকবাল মিস্ত্রি। আর মনে করা হচ্ছে এই ঘন্টাটি উত্তরপ্রদেশে হিন্দু-মুসলিম ঐক্যের নিদর্শনের চিহ্ন বহন করবে। আর এই ঘন্টাটি বানাতে খরচ হবে প্রায় ২১ লক্ষ টাকা।

এই প্রসঙ্গে বিকাশ মিত্তালের ভাই আদিত্য মিত্তল জানিয়েছেন যে তারা যেকোনো ঐশ্বরিক ক্ষমতার কারণেই এই কাজের অর্ডার পেয়েছেন। আর সেই কারণেই আমরা এই ঘন্টাটিকে মন্দিরে দান করার সিদ্ধান্ত নিয়েছি। এই ঘন্টাটিতে বানাতে খরচ পড়ে যাবে ২১ লক্ষ টাকা। এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিকাশ মিত্ত্বাল একটি ৫১ কেজির ঘন্টা দান করেছিলেন।

ইতিমধ্যে রাম মন্দির নির্মাণের ট্রাস্ট নতুন মন্দিরের নকশাকে মঞ্জুরি দিয়ে দিয়েছে। আর মন্দির নির্মাণের নকশা মঞ্জুরি পাওয়ার পর রাম মন্দির নির্মাণের কাজের গতি আরও বেড়ে গেছে অনেকটাই।

Back to top button