দেশ

লকডাউনে ভারতের ধনী ব্যক্তিরা আরও ধনী হয়েছেন, জানালো এই সংস্থা

করোনা আবহের জেরে সাধারণ মানুষ দুবেলা খাবার জোগাড় করতে রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছিলো। তবে উল্টোদিকে আশ্চর্যজনক ভাবে ভারতের ধনীতম ব্যক্তিরা আরও বেশি ধনী হয়েছেন। এমনই তথ্য সামনে এনেছে ফোবর্স ম্যাগাজিন। করোনার জেরে আন্তর্জাতিক বাজারে সূচক কমলেও বিগত বছর ভারতের ১০০ জন ধনী ব্যক্তিদের মোট সম্পত্তির পরিমান বেড়েছে ১৪%। ফোবর্স ম্যাগাজিনের মধ্যে এই ১০০ জন ব্যক্তিদের মধ্যে ধনীতম ব্যক্তিদের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমান বেড়েছে ৩৭.৩ বিলিয়ন।

ফোবর্সের এই রিপোর্ট অনুযায়ী, ভারতে ১০০ জন ধনী ব্যক্তির মধ্যে ৫০ জন ধনী ব্যক্তির সম্পত্তির পরিমান বৃদ্ধি হয়েছে। প্রসঙ্গত, লকডাউনের সময় উল্লেখযোগ্য বিনিয়োগ এসেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকে। গুগল, ফেসবুকের মতো সংস্থা মুকেশ আম্বানির সংস্থায় বিনিয়োগ করেছেন। যার ফলে বিপুল পরিমান অর্জন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

উল্লেখ্য, মুকেশ আম্বানির পরেই রয়েছেন গৌতম আদানি। চলতি বছর মুম্বই বিমানবন্দরে ৭৪% শেয়ার নিজের নাম করেছেন আদানি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমান ২৫.২ বিলিয়ন। এরপরেই সেই তালিকায় রয়েছেন শিব নাদার, যিনি এবছর জুলাই পর্যন্ত এইচসিএল-এর দায়িত্বে ছিলেন। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমান টো.৪ বিলিয়ন।

Back to top button