দেশ

ভারতে মুসলিম নারীদের কোণঠাসার চেষ্টা বন্ধ করুন: হিজাব ইস্যুতে মালালা

ভারতের কর্ণাটক প্রদেশের সর্বত্র ছড়িয়ে পড়া হিজাব বিতর্কের ঘটনাকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

এক টুইটার বার্তায় মালালা লিখেছেন, ‘‘হিজাব পরে মেয়েদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা ‘ভয়ংকর’ ঘটনা।’’

ওই টুইটে ভারতের রাজনীতিকদের উদ্দেশ্য করে আরো লিখেন, ‘মুসলিম নারীদের কোণঠাসা করার চেষ্টা এবার বন্ধ করুন আপনারা।’

এর আগেও ভারতের কৃষি আইন বাতিলের আহ্বান জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি, কর্ণাটকের এক সরকারি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরিহিত অবস্থায় কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ইস্যুকে কেন্দ্র করে ডানপন্থী সমর্থকদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় তিন দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেয় রাজ্য সরকার।

স্কুল-কলেজে হিজাব পরিধানের বিষয়ে হাইকোর্টে রিট করেছে পাঁচ ছাত্রী। মঙ্গলবার রিটের শুনানি চলে। বুধবারও রিটের শুনানি চলবে।

গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয় জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সে সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থি বিভিন্ন গোষ্ঠী।

এ নিয়ে তীব্র উত্তেজনার জেরে কর্ণাটকের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্মাই তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন।

Back to top button