দেশ

“কতজন মন্ত্রী করোনার সময় আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন!” প্রশ্নের মুখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

করোনা ভাইরাস সংক্রান্ত নয়া গাইডলাইন নিয়ে প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কেন্দীয় স্বাস্থমন্ত্রীকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, “আপনি বা অন্যান্য মন্ত্রীরা কি করোনা চিকিৎসায় আয়ুর্বেদিক ওষুধ সেবন করছেন?”

প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি নতুন গাইডলাইন প্রকাশ করা হয়। সেই গাইডলাইনে বলা হয় উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত রোগীদের যোগ, আয়ুর্বেদ, অশ্বগন্ধা এবং আয়ুষ-৬৪ ওষুধগুলি ব্যবহারের কথা। আর এই নতুন গাইডলাইনের পরেই প্রশ্নের মুখে পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাকে প্রশ্ন করা হয়, এই আয়ুর্বেদ চিকিৎসায় কিভাবে করোনামুক্ত হয় সম্ভব তা প্রমান সহ প্রকাশ্যে আনা হোক। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এও জানতে চাওয়া হয়েছে করোনা চিকিৎসায় আয়ুর্বেদিক ওষুধের ভুকিমা প্রমাণিত হয়েছে কিনা।

IMA -এর তরফে চিকিৎসক ডাঃ আর.ভি অশোকান স্বাস্থ্যমন্ত্রী হার্সবার্ধনকে দেওয়া একটি চিঠিতে জানতে চান, করোনা চিকিৎসায় আয়ুর্বেদ ওষুধ কতজন মন্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করে হয়েছে। এর পাশাপাশি তিনি আরও লেখেন, যদি সত্যি করোনা চিকিৎসায় আয়ুশ, আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা, অশ্বগন্ধা জাতীয় বিষয়গুলো কাজ করে তবে সেবিষয়ে দেশের করোনা চিকিৎসার দায়িত্ব আয়ুষ মন্ত্রকের অধীনে ছেড়ে দেওয়া হোক।

Back to top button