দেশ

সুখবর! ৬০ লক্ষ নতুন চাকরি হবে শিগ্রই, বড় ঘোষণা করলো সরকার

বাজেট অধিবেশনের প্রাক্কালে সুখবর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ। তিনি আজ জানিয়েছেন যে শিগ্রই দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরে তৈরী হবে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান। নতুন জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়া হচ্ছে স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়ার।

এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ জানিয়েছেন দেশজুড়ে নতুন নতুন স্টার্টআপের কারণে দেশে নতুন ৬ নলক্ষ চাকরি হয়েছে। তিনি আরো বলেন ‘বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হলো ভারত।’ দেশে বাড়ছে কর আদায়ের পরিমান। প্রতি বছর ১ লক্ষ কোটির বেশি GST আদায় হচ্ছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি কবিন্দ।

প্রসঙ্গত, সরকারে বসার পর থেকেই কেন্দ্রীয় সরকার তরুণদের কর্মা সংস্থানের জন্য শুরু করেছে বিভিন্ন প্রকল্প। সহজে ব্যবসা শুরু করতে পাড়ার জন্য বিশেষ সুযোগ সুবিধা চালু করা হয়েছে তরুণ ব্যবসায়ীদের জন্য। অপরদিকে যুব ওমাজের স্কিল ডেভলপমেন্ট করে তাদের কর্মা সংস্থানের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Back to top button