দেশ

করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (১০ জানুয়ারী ২০২২)

ভারতে ফের বাচঁবে কোরোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। করোনা আক্রান্তের রেট বেড়ে হয়েছে ১৩.২৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৬ হাজার ৫৬৯ জন।

এখনো পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৫,০০,১৭২ জন। মোট মৃত্যু হয়েছে ৪,৮৩,৯৩৬ জন। দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,২৩,৬১৯ জন। দেশে মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১,৫১,৯৪,০৫,৯৫১ কোটি।

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button