দেশ

BUDGET 2022: পরিবর্তন হল না তামাক-সিগারেটের উপর কর, বৃদ্ধি পেল ITC-র শেয়ার

অনেকে ভেবেছিলেন ২০২২-২৩ সালের অর্থ বর্ষের বাজেটে সিগারেট সহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের উপর বাড়ানো হবে করের হার কিন্তু সেটা আর এবছর হল না। যার সরাসরি প্রভাব পড়লো দেশের অন্যতম দেশের অন্যতম সিগারেট প্রস্তুতকারক সংস্থা ITC-র শেয়ারে।

এই দিন বাজেট পাশের আগে ITC -র শেয়ার শুরু হয় ২২০.৮০ টাকা থেকে। কিন্তু বাজেট শেষের পরেই সেটি বৃদ্ধি পেয়ে হয়ে যায় অনেকটা। শেষ পর্যন্ত দিনের শেষে ITC-র শেয়ারের দৌড় থামে ২২৭.৯০ টাকাতে।

ITC-র মোট আয়ের মধ্যে সিগারেট এবং অন্য তামাক জাতীয় দ্রব্য থেকে আয় হয় ৪০ শতাংশের বেশি। যার ফলে যদি করের হার বাড়তো তাহলে সেটার প্রভাব সরাসরি আয়ের উপর পড়তো।

ITC-র মতোই আর একটি সিগারেট প্রস্তুতকারক সংস্থা Godfrey Phillips-এরও শেয়ারের দাম বেড়েছে। এদিন এই সংস্থার শেয়ারের দর বেড়ি গিয়েছে 2.53 শতাংশ। ফলে শেয়ারের দাম পৌঁছেছে 1,141 টাকায়।

Back to top button