দেশ

BigNews: সহজলভ্য হতে চলেছে ভ্যাকসিন, বড়ো উদ্যোগ নিল সরকার

এবার থেকে অনেকটা সহজলভ্য হতে চলেছে করোনার ভ্যাকসিন বড়ো উদ্যোগ সরকারের। এবার থেকে শুধু টিকাকারণ কেন্দ্রেই নয় খোলা বাজারেও পাওয়া যাবে ভ্যাকসিন। কোভিশিল্ড (COVISHIELD) বা কোভ্যাক্সিনের (COVAXIN) মতো টিকা পাওয়া যাবে হাসপাতালে বা ক্লিনিকে।

সূত্রের খবর অনুসারে, খোলা বাজারে টিকা বিক্রি করার অনুমতি দিল ড্র্যাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ( DCGI )। তবে বিক্রির ক্ষেত্রে মেনে চলতে হবে অনেক শর্ত। যার ফলে বাজারে সহজে ভ্যাকসিন পাওয়া গেলেও সকলে এই সুবিধা উপভোগ করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে কি কি শর্ত লাগু হবে সেটা এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।

হাসপাতাল ও ক্লিনিক গুলিতেই আপাতত কিনতে হবে ভ্যাকসিন , বর্তমানে কোনও ওষুধের দোকানে পাওয়া যাবে না এই ভাসাসিনগুলো। ২০১৯-এর নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রুলের আওতায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কেবলমাত্র টিকাকরণ কেন্দ্রগুলিকেই টিকা দেওয়া হত। সাধারণ মানুষ চাইলেও টিকা কিনতে পারতেন না।

Back to top button