দেশ

আর মুখে নয় চীনকে জবাব এবার গুলিতে, হুঁশিয়ারি দিলো ভারত

লাদাখ সীমান্তে উত্তেজনা লেগে আছে পারে পাঁচ মাস ধরে। আর সেই উত্তেজনা নিরসনে ভারত -চীন করেছে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক। কিন্তু প্রতিবার বৈঠক প্রায় ব্যর্থ বলেই ধরা চলে। কারণ চীন বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ করছে না। এখনো দুই সীমান্তে মোতায়েন আছে ভারত ও চীনের সৈন্যবাহিনী। ভারতীয় সেনাবাহিনীও চীনকে জবাব দিতে প্রস্তুত। ভারতের মাটির এক বিন্দু ভারতীয় সেনা চীনকে অধিকার করতে দিতে নারাজ।

তবে এবার ভারতীয় প্রতিরক্ষা দফতর জানিয়ে দিয়েছে এবার আর মুখে নয়। গুলিতেই চীনকে জবাব দেবে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যদি চীন সৈন্য ঢুকে পড়ে তাহলে আত্মরক্ষার জন্য এবার ভারতীয় সৈন্য ওপেন ফায়ার করতে পিছপা হবে না।

প্রসঙ্গত উল্লেখনীয় যে সাম্প্রতিককালের মধ্যে এই প্রথম এতো কড়া ভাবে চীনকে সতর্ক করলো ভারত। অপরদিকে দেখা যাচ্ছে চীন নিজেদের অবস্থানে অনড়। তারা এলসি থেকে সেনা ছড়াচ্ছে না।

Back to top button