দেশ

‘কৃষি বিল’ নিয়ে পাল্টি খেলো মমতা, মোদির আগেই মমতা এনেছিল নতুন আইন, উঠে এলো পুরোনো তথ্য

সম্প্রতি ভারতীয় সংসদে পাশ হয়েছে নতুন কৃষিবিল। আর সেই নতুন কৃষিবিল নিয়ে দেশজুড়ে এখন চলছে তোলপাড় আলোড়ন। পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ কৃষকরা এই বিলের বিরোধিতা করছে। সেই সাথে যোগ দিয়েছে গোটা ভারতের বিভিন্ন কৃষক সংগঠন।

মোদী সরকারের কৃষিক্ষেত্রে আনা তিনটি আইনের বিরুধ্যে সরব হয়েছেন বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যসভাতে কৃষি বিল পাশের দিনটিকে ‘ব্ল্যাক সানডে’বলে আখ্যা দিয়েছে।কিন্তু এবার উঠে এলো একটি পুরোনো তথ্য। ভারতীয় সরকারের নতুন কৃষিবিলে আনা যে বিল নিয়ে বেশি বিরোধ প্রদর্শন হচ্ছে তা হলো কৃষি পণ্যের ই-ট্রেডিং বা নালিন বাণিজ্য। এরফলে আশংকা করা হচ্ছে দেশের সিংহভাগ ফসল পুঁজিপতিরা নিজেদের আয়ত্তে এনে তা অনলাইন বাণিজ্যের মাধ্যমে বিক্রয় করবে। ফলে দেশে দেখা যাবে কৃত্তিম অভাব ফসল থাকবে আদানি অম্বানিদের মতো বড় বড় পুঁজিপতিদের হাতে।

কেন্দ্র সরকার নতুন কৃষি বিলে যে আইন পাশ করেছে সেই আইন বাংলায় ২০১৪ সালে পাশ করেছে তৃণমূল সরকার।২০১৪ সালের বিধানসভা অধিবেশনে কৃষি বিল সংস্কার করে বলা হয় যে মাঠে ফসল থাকাকালীন বেসরকারি সংস্থা ঋষিদের কাছ থেকে ফসল কিনে নিতে পারবে। এরপর ২০১৭ সালে আর একটি সংশোধনী নিয়ে এসে কৃষি পণ্যের ই -ট্রেডিং বা অনলাইন বাণিজ্য ও বিপণন বৈধ করা হয়।

Back to top button