দেশ

করোনা: ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০,০০০, বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভয়ানক পরিস্থিতে বাড়ছে আশঙ্কা

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ছাড়িয়েছে ৯০ হাজার। আগের দিনের তুলনায় করোনা রোগী বেড়েছে প্রায় ৩৩ হাজার। এর মধ্যে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত রোগীই আড়াই হাজারের বেশি। আজ বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ৯০ হাজার ৯২৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ ছাড়া ওমিক্রনে আক্রান্ত রোগী আড়াই হাজার ছাড়িয়ে দুই হাজার ৬৩০ জনে দাঁড়িয়েছে। ভারতে করোনায় সর্বশেষ একদিনে প্রাণ হারিয়েছে ৩২৫ জন।

এদিকে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ারের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মহারাষ্ট্রের মুম্বাইতে সম্প্রতি ২৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

Back to top button