দেশ

মহিলাদের হিজাব পরার অধিকার নিশ্চিত করেছে ভারতের সংবিধান: প্রিয়াঙ্কা গান্ধী

কোনো নারী কি ধরনের পোশাক পরবে, সে অধিকার নিশ্চিত করেছে ভারতের সংবিধান। বুধবার এক টুইট বার্তায় এ মন্তব্য করেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

টুইট বার্তায় তিনি লিখেন, ‘বিকিনি, গুনঘাট, জিন্স অথবা হিজাব; কোনো নারী কি পোশাক পরবে তা সম্পূর্ণ তার অধিকার। এই অধিকার ভারতের সংবিধান নিশ্চিত করেছে। নারীদের হয়রানি বন্ধ করুন।’

কংগ্রেসের আরেক নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কার এ মন্তব্যকে সমর্থন করেছেন।

সম্প্রতি, কর্ণাটকের এক সরকারি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরিহিত অবস্থায় কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ইস্যুকে কেন্দ্র করে ডানপন্থী সমর্থকদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় তিন দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেয় রাজ্য সরকার।

এর আগে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইও এক টুইটে কর্ণাটকের ঘটনাকে ‘ভয়ানক’ বলে উল্লেখ করেছেন। ভারতে মুসলিম নারীদের কোণঠাসা করার চেষ্টা বন্ধ করতে দেশটির রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।

স্কুল-কলেজে হিজাব পরিধানের বিষয়ে হাইকোর্টে রিট করেছে পাঁচ ছাত্রী। মঙ্গলবার রিটের শুনানি চলে। বুধবারও রিটের শুনানি চলবে।

Back to top button