দেশ

করোনা: বেসরকারি বাস বন্ধ কিন্তু চলছে সরকারি বাস, পথ অবরোধ বাসকর্মীদের

বছরের প্রথম দিন থেকেই উর্ধমুখী হচ্ছে দেশের পাশাপাশি রাজ্যেও করোনার ( কোবিদ 19 ) গ্রাফ। যার রাজ্যে একাধিক জায়গায় জারি করা হয়েছে আংশিক লকডাউন আবার কোথাও পূর্ণ লকডাউন।

তাই এমন অবস্থায় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে কোনো রকম বাড়তি ঝুঁকি না নিয়ে আজ, শনিবার কোচবিহার ( COOCHBEHAR ) জেলার দিনহাটায় ( DINHATA ) একদিনের জন্য বন্ধ রাখা হল বাজার, দোকান পাট সহ বেসরকারি বাস চলাচল। যদিও এই নিয়ে সাধারণের কোনো রকম সমস্যা না হলেও সরকারি বাস ( NBSTC BUS ) চলাচলের কারণে ক্ষুব্ধ হয়ে যান বেসরকারি বাসের ( MINI BUS )একাধিক কর্মীরা।

সে জন্যই সরকারি বাস আটকে প্রতিবাদ জানালেন বেসরকারি বাসের কর্মীরা। এই দিন তাদের প্রতিবাদে কথা ওঠে সরকারি বাস চলাচলের অনুমতি থাকলে কেন বন্ধ হবে বেসরকারি বাস পরিষেবা ? তবে এই প্রতিবাদের পরেই দূরপাল্লার বেসরকারি বাস পরিষেবা চালু করার অনুমতি ( PERMISSION ) দেয় প্রশাসন এবং বিক্ষোভ তুলে নেয় কর্মীরা।

Back to top button