আন্তর্জাতিকদেশ

BigNews: বাজেটে আফগানিস্তানের জন্য আলাদা করে ২০০ কোটি বরাদ্দ, বড়ো পদক্ষেপ মোদী সরকারে

তালিবান শাসনের অধীনে থাকা আফগানিস্তানের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রণী হলো ভারত। সেই কারণে এই অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে এই দেশের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা গতবছর ছিল ৩৫০ কোটি টাকা । তবে আপনাদের জেনে রাখা দরকার তালিবানের নেতৃত্বকে স্বীকৃতি দেয়নি ভারত সরকার। তবুও আফগানিস্তানের জন্য ভারতের বাজেট বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের (Finance Minister Nirmala Sitharaman) ৷

তালিবান কাবুল দখলের পর থেকে আফগানিস্তান সাক্ষী হয়েছে চরম অস্থিরতার ৷ অনেকেই বাধ্য হয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যেতে। শুধু টাকাই নয় কাবুল দখলের পর ভারত সেই সময় থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানকে (তিন ধাপে মেডিক্যাল সাহায্য পাঠিয়েছে ভারত ৷ এই মাসে সম্ভবত ত্রাণ হিসেবে গম পাঠানো হবে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু সেই রাস্তা আটকে বাধ সেধেছিল পাকিস্তান ৷ কিন্তু আন্তর্জাতিক মহলে যথেষ্ট নিন্দার মুখে পড়তে হয়েছে তাদের। তাই বাধ্য হয়ে সরে গিয়ে ভারতের ত্রাণ পাঠানোর জন্য রাস্তা ছাড়তে রাজি হয় ইসলামাবাদ ৷

Back to top button