টেক নিউজ

এক চার্জেই ছুটবে ১১০ কিমি, ভারতে আসছে সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক বাইক

করোনা আতঙ্কের কারণে বেড়ে গেছে সাইকেল -বাইক ও স্কুটারের ব্যবহার। আর এমন সময়ে বাইক প্রেমীদের জন্য এলো সুখবর। এবার বাজারে আসতে চলেছে ভারতেই তৈরী করা নতুন ইলেকট্রিক বাইক। যা ১ চার্জেই দেবে ১১০ কিমি মাইলেজ।

সম্প্রতি One Electric নামের একটি ভারতীয় কোম্পানি ঘোষণা করেছে সম্পূর্ণ রূপে ভারতে তৈরী করা ইলেকট্রিক বাইক খুব তাড়াতাড়ি ছুটবে ভারতের মাটিতে। নতুন এই বাইকের নাম দেওয়া হয়েছে Kridn।আর এই বাইকটি হতে চলেছে ভারতের সবথেকে দ্রুততম ইলেকট্রিক বাইক।

নতুন প্রযুক্তির এই বাইকে আছে ৫.৫ কিলোওয়াট ক্ষমতা যুক্ত একটি ইলেকট্রিক মোটর। এই মোটর খুব সহজেই ১৬৫ ন্যানোমিটারের টর্ক জেনারেট করতে পারবে। সাথে থাকছে ৩ কিলোওয়াট ক্ষমতা যুক্ত লিথিয়াম ব্যাটারি। ইকো মোড এই বাইক চলবে ১১০ কিলোমিটার অব্দি। পাশাপাশি এই বাইক সাধারণ মোড চলবে ৮০ কিলোমিটার। আর এই বাইকের স্পিড ০ থেকে ৬০ কিমি তুলতে সময় লাগবে ৮ সেকন্ড। এই বাইকের ব্যাটারি চার্জ করতে সময় লাগবে ৪ থেকে ৫ঘন্টা। বাইকের টায়ার গুলি হলো টিউবলেস। এমনকি ডিজিটাল ক্লাস্টার, অপশনাল জিপিএস এবং অ্যাপ্লিকেশন কানেক্ট-র অপশন রয়েছে।সাথে থাকছে রিয়ার হাইড্রোলিক ব্রেক।

শুরুতে এই বাইকটি পাওয়া যাবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি এনসিআর, এবং হায়দ্রাবাদে। এই বাইকের ডেলিভারি শুরু হবে চলতি বছরের অক্টোবর মাস থেকেই।

নতুন Electric Kridn এর এক্স শোরুম প্রাইস ১.২৯ লক্ষ টাকা।

Back to top button