টেক নিউজ

ভারত-চীন উত্তেজনার মাঝেই চীনকে করা হুঁশিয়ারি দিলো দুটি বড় দেশ, বিপাকে চীন

লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি মস্কোয় ভারত আর চীনের বিদেশমন্ত্রীর মধ্যে প্রায় আড়াই ঘন্টা আলোচনার পরেও দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দুই দেশ তাঁদের সেনা ও গোলাবারুদ নিয়ে লাদাখে ৩০০ মিটার দূরত্বে মুখোমুখি হয়ে আছে। আর এরই মধ্যে জাপান এবং তাইওয়ান নিজেদের দেশের বায়ুসীমা অতিক্রম করার জন্য চীনকে করা হুঁশিয়ারি দিয়েছে।

তাইওয়ানের উপরাষ্ট্রপতি লাই চিং-তে বলেন, চীন বায়ুসীমা অতিক্রম করে নিজেদের যুদ্ধবিমান গুলিকে আমাদের দেশের সীমান্ত লংঘন করা থেকে বিরত রাখুক। তাইওয়ান জানিয়েছে, তাঁরা নিজেদের বায়ুসীমা রক্ষার জন্য এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জন বাঁচে। আর এই কারণে আগামী দিনে চীন যেন কোনও দুঃসাহস না দেখায়। উপরাষ্ট্রপতি স্পষ্ট করে জানিয়েছেন যে, তাইওয়ান শান্তি চায়, কিন্তু দেশবাসীকে রক্ষা করতে লড়তেও পারে।

আবার অপরদিকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো জানিয়েছেন, চীন জাপানের সুরক্ষার জন্য বড় বিপদ। এর পাশাপাশি কেনো বলেন, পূর্ব চিনসাগরে আধিপত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে চীন।এছাড়াও কেনো আরও বলেন, ‘‘যখন আমি জাপানের বিদেশ মন্ত্রী ছিলাম তখন চীনকে জাপানের জন্য বিপদ বলা থেকে বিরত থাকতাম। কিন্তু, এখন যখন আমি দেশের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছি, তখন আমি গম্ভির ভাবে বিচার করার পরই বলছি যে, চীন জাপানের জন্য সবথেকে বড় বিপদ।”

Back to top button