রাজনীতি

মেয়েরা বাইরে বের হলেই মাথায় দিতে হবে কাপড়, বড়ো নির্দেশ মমতার

সারা দেশে সহ রাজ্যেও বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক ভাবে সকলের কথা মাথায় রেখে আংশিক লকডাউন দেওয়া হলেও ফলাফল খুশি করার মতন পাওয়া যায়নি।

উল্টো এতো নিয়ম থাকা সত্ত্বেও দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে আক্রান্তের সংখ্যা।তবে পরিস্থিতি ভয়াবহ হতে থাকায় রাজ্যে আরও কড়া কোভিডবিধি জারি হতে পারে। তাছাড়াও এই দিনের সাংবাদিক সম্মেলনে মাননীয়ার দেওয়া ভাষণ অনুযায়ী এমনটাই অনেকে মনে করছে আগামী লকডাউন ( LOCKDOWN )আরও কড়া হতে চলেছে।

আজ, বৃহস্পতিবার নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এক সাংবাদিক বৈঠক ডাকেন এবং সেখানে এক গুচ্ছ পরামর্শ দেন রাজ্যবাসীকে।

পাশাপাশি কিছু নিয়ম করা হবে বাদ্ধতা মূলক-যেমন মাস্ক পড়া, মাথায় তুপি পড়া ইত্যাদি। ছেলেদের ঠিক পাশাপাশি মেয়েদের জন্যও রয়েছে কড়া নিয়ম । মাননীয়া মেয়েদেরকে মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেন। এছাড়াও বলেন কেউ ভয় পাবেন না এবং প্রয়োজন ছাড়া কেউ হসপিটালে ভর্তি হবে না।

Back to top button