আন্তর্জাতিক

সমুদ্রের বালুর চড়ে আটকে ৯০ তিমির মৃত্যু, উদ্ধারকাজে নামলো পরিবেশকর্মীরা

প্রায় ৯০ টি তিমির মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার সমুদ্রের দ্বীপে। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে ওই দ্বীপের বালুর চড়ে প্রথমে আটক পড়েছিল ২৭০ টি তিমি। তাদের মধ্যে ৯০ টি ইতিমধ্যেই মারা গেছে। এছাড়া আশংকা প্রকাশ করা হচ্ছে বাকি তিমিরাও হয়তো খুব তাড়াতাড়ি মারা যেতে পারে। উদ্ধারকর্মীরা চেষ্টা করছে তাদের কে বাঁচানোর।

প্রথমে ওই তিমির দলকে উপকূল থেকে দেখে স্থানীয় অধিবাসীরা। ওই তিমিগুলো আটক পরে গিয়েছিলো উপকূলেই তাই তারা জলের অভাবে ছটপট করছিলো। এরফলে প্রায় ৯০ টি তিমির মৃত্যু হয়েছে। সমুস্রিক ডলফিনব প্রজাতির এই তিমি লম্বায় হয় ২৩ ফুট ও এদের ওজন হয় প্রায় ৩ টন।

তবে ভিকিভাবে ওই তিমি গুলো উপকূলের ধরে এসে আটকে গেলো সেই কারণ এখনো জানা যায়নি। যাহ্রাও এক সঙ্গে এতো তিমিকে একসাথে থাকতে সচরাচর দেখা যায় না। বিশাল সংখ্যক ওই তিমির দলটিকে এখন উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা।

তাসমানিয়ার মেরিটাইম কনজারভেশন প্রোগ্রামের বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই তিমিগুলো তিনটি দলে বিভক্ত ছিল। উদ্ধারকারীরা সোমবার রাতে সেখানে উপস্থিত হয়ে তিমিগুলোকে দেখতে পায়।

এর আগেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উপকূলে প্রায়ই দলবেঁধে তিমিদের আস্তে দেখা গিয়েছিলো। কিন্তু এতো গুলো তিমি একসাথে এই প্রথম। এই প্রসঙ্গে গবেষকরা বলেছেন যে ওই তিমিদের মধ্যে হয়তো সামাজিক বন্ধন খুব ভালো ও তারা হয়তো তাদের দলনেতাকে অনুসরণ করেই চলেন ও তার দেখানো পথেই চলতে থাকে।
প্রসঙ্গত উল্লেখনীয় এর আগেও নিউজিল্যান্ডের উপকূলে এমনি এক পাইলট তিমির দলের মৃত্যু হয়েছিল।

Back to top button