আন্তর্জাতিক

ফের বিক্ষোভে উত্তাল আমেরিকা,গুলি লেগে আহত হলেন ২ পুলিশকর্মী

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভি নামক স্থানে এক ২৬ বছর বয়সী নারী ব্রেওনা টেইলর হত্যাকাণ্ডের অভিযোগে উত্তাল গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় এলাকা জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। আর ওই বিক্ষোভে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী।

২০২০ সালের ১৩ মার্চ রাতে সাদা পোশাকের পুলিশরা ওই ২৬ বছর বয়সী তরুণীর ফ্ল্যাটে মাদক বিরোধী অভিযান চালায়। কারণ পুলিশের কাছে খবর ছিল ব্রেওনার প্রাক্তন প্রেমিক মাদক ব্যবসার সাথে জড়িত। তবে পুলিশের খাতায় তরুণীর প্রেমিকের নাম থাকলেও ছিলোনা ব্রেওনার কোনো নাম।

পুলিশ দরজা ভেঙে তার ফ্ল্যাটে ঢুকলে উভয় পক্ষের গোলাগুলিতে ব্রেওনার শরীরে লেগে যায় ৫ টি বুলেট। ও শেষে ব্রেওনার মৃত্যু হয়।
আর সেই ঘটনার প্রতিবাদেই লুইভিলে টানা কয়েকমাস ধরেই চলছে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভকারীরা ওই ঘটনার সাথে জড়িত পুলিশকর্মীদের শাস্তির দাবি জানিয়ে আসছে শুরুর দিন থেকেই।

ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়েছে গোটা আমেরিকাতে। তাই এবার বিক্ষোভ প্রদর্শনের জন্য রাজপথে নেমে পরে মানুষ। ঘটনাকে কেন্দ্র করে লুইভিল ছাড়াও আটলান্টা,নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনেও রাজপথে নেমে আসে আন্দোলনকারীরা।
এপ্রসঙ্গে স্টেট এটর্নি জেনারেল জানিয়েছেন বিক্ষোভকারীরা যার বিরুধ্যে অভিযোগ জানাচ্ছে তার নাম ব্রেট হ্যানকিসন। প্রাক্তন এই গোয়েন্দা পুলিশ কর্মী পাশের ঘরে গর্ভবতী মহিলা ও শিশু থাকা সত্ত্বেও ওই দিন দরজায় গুলি ছোড়েন এলোপাথাড়ি ভাবে।

Back to top button