আন্তর্জাতিক

করোনা থেকে বাঁচতে প্লাস্টিকের তাঁবুতে চলছে ক্লাস, থেমে নেই পড়াশুনা

করোনার কারণে ভারত সহ সারা বিশ্বেই শিক্ষা ব্যবস্থা ঝিমিয়ে পড়েছে। শিক্ষকরা বাড়িতে বসে বসে কাটাচ্ছেন তাদের অবসর সময়। তবে ইরান সরকার পড়াশুনা চালিয়ে যেতে নিলো নতুন এক অভিনব পদক্ষেপ। গোটা সাত মাস লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকার পর এবার খুলে গেছে স্কুল গুলি। সংক্রমণের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্কুলে লাগু করা হয়েছে সামাজিক দুরুত্ব সহ বিভিন্ন বিধি নিষেধ।

তবে ছাত্র-ছাত্রীরা স্কুলে কিভাবে বজায় রাখবে সামাজিক দুবৃত্ত ? সেই নিয়ে ছিল গভীর প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে দেশের স্কুল কর্তৃপক্ষ খুঁজে বের পড়েছে এক নতুন উপায়

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ইরানের একটি স্কুলের ছবি। আর সেই ছবিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাস রুমেই আলাদা আলাদা ভাবে একটু দূরে দূরে বসে ছাত্র -ছাত্রীরা করছে ক্লাস। ইরানের খুদে পড়ুয়ারা করোনা থেকে বাঁচতে এভাবেই করছে পড়াশুনা।

ইরানের সাংবাদিক ফারনাজ ফাসিহি সবার প্রথম সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আর তারপর থেই সেই ছবিটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে ওই ক্লাসরুমের তাবুতে থাকা খুদে পড়ুয়াদের মুখে নেই মাস্ক। আর এই ইরানের ওই স্কুলের পদক্ষেপে প্রশংসা করছে অনেকেই। খুদে পড়ুয়ারা ওই ছোট্ট তাঁবুর ভেতর বসে বেশ আনন্দের সাথেই করছেন পড়াশুনা।

Back to top button