আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্ধ হতে পারে গো-হত্যা, প্রস্তাব গ্রহণ করলো সরকার

কিছুদিন পরে হয়তো শ্রীলংকাতে গো -হত্যা নিষিদ্ধ হয়ে যেতে পারে। শ্রীলংকার বর্তমান শাসকদল পোদুজানা পেরামুনা (এসএলপিপি) এই বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। গত মঙ্গলবার এই বিষয়ে আলোচনা করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্ষে। তবে সেই বিষয়টির প্রস্তাব গ্রহণ করা হলেও এখনই তা কার্যকর করা হচ্ছে না।

শ্রীলংকাতে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষরা হলো হিন্দু ও বৌদ্ধ। হিন্দু ছাড়াও শ্রীলংকার ৭৭ শতাংশ বৌছি ধর্মাবলম্বী মানুষ গরুকে পবিত্র মনে করেন ও গো মাংস খাননা। শ্রীলংকার মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলাকে বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী দলীয় বৈঠকে গো-হত্যা নিষিদ্ধের বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা যাবে।

মন্ত্রিসভার মুখপাত্র আরো জানিয়ে বলেন যে এই বিষয়টি তারা প্রধানমন্ত্রীর সামনে পেশ করবেন এছাড়াও শ্রীলংকা সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছে।

Back to top button