আন্তর্জাতিক

বালিতে আটকে পড়েছিল ৪৬০ তিমি, তাদের মধ্যে এখন মৃত ৩৮০ তিমি

সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়ার দক্ষিণপ্রান্তে তাসমানিয়ার পশ্চিম উপকূলে বালির চড়ে আটকে পড়েছিল ৪৬০টি তিমির একটি দল। খবর পাওয়া মাত্রই প্রশাসন তাদের উদ্ধার করার কাজ শুরু করে দিলেও বুধবার প্রশাসন জানিয়ে দিয়েছে যে আটক ওই তিমিদের মধ্যে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। তারা সমুদ্র উপকূল থেকে দূরে একটি বালির চড়ে আটকে পড়েছিল।

জানাগেছে তাদের লম্বা পাখনার কারণেই তারা আটকে পড়েছিল বালির চড়ে। আর এই তিমির দলকে বলে পাইলট তিমির দল। তাদের দলপতিকে অনুসরণ করছিলো বাকি তিমিরা। তাদের দেখতে পাওয়ার পর থেকেই সোমবার শুরু হয়েছিল উদ্ধার কাজ। উদ্ধার কাজ প্রসঙ্গে তাসমানিয়ার বন্যপ্রাণ আধিকারিক নিক ডেকা বলেছেন ‘৫০টি তিমিকে উদ্ধার করা গিয়েছে। তা বাদে ওই দলের ৩০টি তিমি বেঁচে রয়েছে। প্রায় ১০ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল তিমিদের দেহ। বিশেষ নৌকা নিয়ে জীবিত তিমিদের সমুদ্রে ফেরানোর কাজ চলছে। নজর রাখা হচ্ছে, তাদের কেউ ফের আটকে পড়ছে কি না।’

কারণ বিশেষজ্ঞদের মতে একবার আটকে যাওয়ার পর জলে ফিরিয়ে দিলেও কিছু সময় পর তাদের আবার আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এরকম ঘটনা তাসমানিয়াতে বেশ কয়েকটি তিমির সাথে হয়েছে। তবে নিক দাবি করে জানিয়েছে যে উদ্ধার করা বেশিরভাগ তিমিই এখন রয়েছে জলের সান্নিধ্যে। আশা করা যায় যে জলের সান্ণিধ্যে থাকা তিমি গুলো আর আটকে পড়বে না। উদ্ধারকারীর দল ওই তিমিগুলোর উপরে প্রতিনিয়ত নজর রেখেই চলেছেন।

Back to top button