আন্তর্জাতিক

১২ বছরের মেয়েকে মাটিতে চেপে ধরলো পুলিশ, সমালোচনা বিশ্বজুড়ে

প্রতিবেশী দেশ হং-কং এ হওয়া গণতন্রের জন্য দাবি করা একটি বিক্ষোভে সেখানকার স্থানীয় পুলিশ হঠাৎ করেই একটি ১২ বছরের মেয়েকে ধাওয়া করে তাকে ধরে ফেলে ও মাটিতে চেপে ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার শিকার হয় পুলিশ।

ভিডিওটি প্রকাশিত হয়েছে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির একটি গরূপে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই ১২ বছরের মেয়েটি বিক্ষোভের সময় রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো আর সেই সময় পুলিশরা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি আতঙ্কে দৌড় দিলে সেখানকার পুলিশরা তাকে ধাওয়া করে ও এক পর্যায়ে তাকে মাটিতে চেপে ধরে। আর সেই সময় আশেপাশে থাকা অনেকেই মেয়েটির চিৎকার শুনতে পায়।

সেই ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় প্রসঙ্গে সরকারি একটি রেডিও অনুষ্ঠানে ওই আক্রান্ত মেয়েটির মা হো বলেন যে ঐদিন ওই মেয়েটি তার ভাইয়ের সাথে স্কুলের কাজের জন্য খাতা ও রং তুলি আনার জন্য বাইরে গিয়েছিলো। কিন্তু সেই সময় হঠাৎ করেই তাকে ধাওয়া করে পুলিশ।

দেশজুড়ে পুলিশের এই কাজের নিন্দা ও সমালোচনার ঝড় ওঠায় হংকং পুলিশ নিজেদের সাফাই দিয়ে বলেছে যে পুলিশ হালকা একটু বল প্রয়োগ করেছিল কারণ বিক্ষোভকারী সহ ওই মেয়েটি তল্লাশি অভিযানে তাদের বাধা দিচ্ছিলো। পুলিশের সাথে কথা বলার মাঝেই সন্দেহজনকভাবে দৌড় দেয় ওই মেয়েটি তাই সেই সময় পুলিশ বলপ্রয়োগ করে মেয়েটিকে আটকায়।

Back to top button