ভাইরাল ভিডিওঅফবিট

মাস্ক না পড়ায় পুলিশ উড়ে এসে মারছে চড়, ভাইরাল ভিডিওতে হাসছে নেট দুনিয়া

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা ভাইরাসের আতঙ্ক ব্যাপক আকার ধারণ করেছে। ভ্যাকসিন না আসা পর্যন্ত মানুষের মনে রয়ে গেছে কম বেশি আতঙ্ক।আর এই ভাইরাসের হাত থেকে রেহাই পাওয়ার অন্যতম এক উপায় হলো মাস্ক পরা। বিশ্ব স্বাস্থ সংস্থাও জানিয়ে দিয়েছে ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা প্রয়োজন। তবে লকডাউন শেষ হতেই পরিস্থিতি যেন অনেকটা আগের মতোই হয়ে যাচ্চে। মানুষ সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেকেই মাস্ক না পরে বেরিয়ে পড়ছে বাইরে।

আর এবার সেই মাস্ক না পরে বের হওয়ার জন্য এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি পার্কে ঘুরছে একাধিক মানুষ আর সেখানে যারা মাস্ক না পরেই ঘোরাঘুরি করছে তাদের পুলিশ মারছে চড়। আর সেই চড় খেয়ে হতভম্ব পার্কে উপস্থিত লোকেরা। আসে পাশের মানুষরাও ওই ঘটনা দেখে করছে হাসাহাসি।

যদিও ভিডিওতে উর্দি পরা পুলিশটি আসল পুলিশ নয়। ভিডিওটি মজার ছলে প্রান্ক হিসেবে তৈরী করা হয়েছে আর সেই ভিডিওটি নেটদুনিয়ায় এখন ভাইরাল। তবে সেই ভিডিওটি মজার হলেও করোনা প্রতিরোধে মাস্ক পরা যে কতটা জরুরি তা আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো।

Back to top button