Uncategorized

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এলো ১২ টন ইলিশ, জেনেনিন এবার দাম কত থাকবে ?

মহালয়ার দু দিন আগে বর্ষার মরসুমের প্রথম পদ্মার ইলিশ ঢুকলো পশ্চিমবঙ্গে। দূর্গা পুজোর আগে প্রথম উপহার হিসেবে ঢুকলো ১২ টন ইলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় পেট্রোপোল সীমান্ত দিয়ে বছরের প্রথম ইলিশ ঢোকে পশ্চিমবঙ্গে।

কলকাতায় আসার পর শহর ও রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে যাচ্ছে এই রুপালি ইলিশ। রয়েছে ৮০০ গ্রাম থেকে টো০ গ্রাম ওজনের ইলিশ। সাথে রয়েছে ছোট ছোট ইলিশও।

তবে দাম যা হোক না কেন আজ সকাল থেকেই পদ্মার ইলিশ কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে আছে অনেক খাদ্যরসিক বাঙালি।

আজ বিকেল থেকেই খুচরো বাজারে বিক্রি হচ্ছে ইলিশ। ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম এবার থাকবে ৭০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে।

আগামী ৩০ দিন ধরেই বাংলদেশ থেকে ট্রাকে করে আসবে টন টন ইলিশ কারণ বাংলাদেশ সরকার প্রায় দেড় হাজার টন ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন দিয়েছে।

Back to top button