Uncategorized

মানুষের মতো বাইক চালাচ্ছে বাড়ির পোষ্য কুকুর, মুহূর্তেই তুমুল ভাইরাল সেই ভিডিও

অনেকেই সার্কাসে দেখে থাকবেন বানর ও হাতির সাইকেল চালানো।কিন্তু সার্কাসের বাইরে তাদের সেই কাজ কেউ করতে দেখেনি। কারণ সার্কাসের মঞ্চ আর বাস্তবের রাস্তা অনেক বেশ ঝুঁকিপূর্ণ। তবে এবার সাইকেল নয় একদম একটিও বাইক চালিয়ে দেখিয়ে দিলো এক কুকুর। যা দেখে নেটিজেনরা অবাক হয়ে গেছে।

আমরা ছোটবেলার থেকেই জানি যে কুকুর এক বিশেষ ক্ষমতার মাধ্যমে মানুষের ভাষা বুঝতে পারে। মানুষের অঙ্গপতঙ্গের ভাব ভঙ্গি দেখেই কুকুর বুঝতে পারে সামনে থাকা ব্যক্তিটি তার কাছে কি চাইছে। তাই আমরা মাঝে মাঝেই দেখতে পারি কুকুর দৌড়ে গিয়ে বল নিয়ে আসে আবার অনেক কুকুর প্রতিদিন নিয়ম করে পেপার নিয়ে আসে। তবে এবার একটি কুকুরকে দেখা গেলো ব্যস্ত রাস্তায় বাইক চালাতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দিবিই মানুষের মতোই বাইক চালাচ্ছে একটি কুকুর। আর সেই বাইকের পেছনে বসে আছে আরও এজন ব্যক্তি। আর এই অবাক করা দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ার সূত্র থেকে জানা গেছে ওই কুকুরটির নাম লিউক। তারা শ্মিরিটির উদ্যেশেই ভিডিওটি আবার পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ এই প্রতিভাবান কুকুরটি মারা গেছে আজ থেকে ৩ বছর আগেই। তবে ওই কুকুরের সেই অনবদ্য প্রতিভার ভিডিও দেখে প্রচুর মানুষ লাইক কমেন্টস ও শেয়ার করে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে।

Back to top button