Uncategorized

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখানোসহ ৫ টি রেকর্ড গড়লো ভারতের এই ছোট্ট শিশু

তার বয়স এখন মাত্র ১ বছর ৯ মাস। আর এই বয়সেই এই ছোট্ট শিশু বিভিন্ন জিনিসের নাম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য স্মরণে রেখে মানুষকে করে দিয়েছেন অবাক। কীর্তিমান এই শিশুটির নাম আদিত বিশ্বনাথ গরিষেত্তি। সে এখন তার তীক্ষ্ণ স্মৃতি শক্তির কারণে সারা বিশ্বের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে।

কারণ এরমধ্যেই সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সাঃ মোট ৫ টি রেকর্ডের অধিকারী হয়েছে। আর এই রেকর্ডের পেছনে তার রয়েছে অধ্যাবসায়। যে বয়সে বাকি শিশুরা মোবাইল ও টিভিতে কার্টুন দেখে সময় কাটায় সেখানে আদিত্য এই অল্প বয়স থেকেই শুরু করে নতুন নতুন জিনিস।

প্রথমের অদিতের মা-বাবা তাদের সন্তানের সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। কিন্তু একদিন অদিতের মা যখন তাকে বেশ কয়েকটি প্রশ্ন করে সেদিন অদিত সব প্রশ্নের সঠিক জবাব দিয়ে দেয়। আর সেই সময় থেকেই প্রতিভাবান অদিত কে তার বাবা -মা তাকে বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য দেওয়া শুরু করে দেয়। এর মধ্যে রঙ, প্রাণীর নাম, পতাকা, ফল, আকার এবং বৈদ্যুতিক গৃহ সরঞ্জামের তথ্য অন্তর্ভুক্ত ছিল।অদিত ছোট বেলার থেকেই সেই সমস্ত কিছু দেখে দেখে মনে রেখে দেওয়া শুরু করে দেয়।

আজ এই বিস্ময় বালকের হাতে রয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, তেলুগু বুক অফ রেকর্ডস এবংদারুণ স্মৃতিশক্তির জন্য দুটি জাতীয় রেকর্ড ।অদিতেরর মা ছেলের এই প্রতিভা সম্পর্কে খুশি হয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এখন লোকেরা অদিত কে তার নামেই চিনতে পারে আর তাকে শুধু স্থানীয় মানুষরা নয় দূর দূরান্তের লোকেরাও চেনে। আর ছেলের এই সাফল্যের জন্য তিনি মা হিসেবে দারুন খুশি।

Back to top button