Uncategorized

আত্মহত্যা নাকি খুন? জানা যাবে রবিবারের মধ্যেই, সুশান্তের ভিসেরা রিপোর্ট পেশ AIIMS-এর

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট আর কিছুদিনের মধ্যেই চলে আসবে বলে জানিয়েছে এইমস। সুশান্তের দেহের ময়না তদন্তের নমুনা গুলি দেখার পর দ্বিতীয়বার তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে এইমসে। আগামী রবিবারের মধ্যেই সেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সুশান্তের ভিসেরা রিপোর্ট পরীক্ষা যে ডাকাতদের দল করছেন তাদের মধ্যে থেকে একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ‘আমরা মহারাষ্ট্র থেকে সবে কিছু নমুনা পেয়েছি। রিপোর্ট তৈরি করতে কিছুটা সময় লাগবে। কিছু নথি মারাঠিতেও রয়েছে। সেগুলি অনুবাদ করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে যাতে সর্বসম্মত মতামত দেওয়া যায়, সে জন্য এই মামলায় জড়িত এজেন্সিগুলির সঙ্গেও বৈঠক করা হতে পারে।’

সুশান্ত সিং মাদক সেবন করতেন কিনা তা জানার জন্যই করা হবে অ্যাম্ফেটামিনস, ক্যানাবিস, ওপিয়ডস, কোকেন, হেরোইন-সহ বিভিন্ন বিষয়ের জন্য নমুনা পরীক্ষা

ময়না তদন্তে রিপোর্ট যদি পরিষ্কার না থাকে তাহলে তার ভিসেরা রিপোর্ট করলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার ভাবে জানা যায়। ভিসেরা রিপোর্টের মাধ্যমে ধারণা পাওয়া যাবে সুশান্তের মৃত্যুর কারণ বিভিন্ন মাদক অথবা বিষ কিনা।

Back to top button