Uncategorized

করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, খবরে হতাশ তার ফ্যানেরা

সারা বিশ্বব্যাপী আক্রমণ চালানো করোনা ভাইরাসের প্রকোপে পড়লেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি সুইডেনের বিরুধ্যে নেশন্স লীগের ম্যাচ খেলার জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই সময় করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসর কারণে তিনি ত্যাগ করেন অনুশীলনের মাঠ। ৩৫ বছর বয়সী এই তারকা এখন পর্তুগালে নিজের বাড়িতে আছেন আইসোলেশনে।

জানা গেছে পর্তুগিজ দলের সাথে দিনার করার ভপরেই তিনি ফেরেন করণের উপসর্গ নিয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার সেই ডিনার করার ছবিও প্রকাশ পায়। রোনাল্ডো নিজেই সেই ডিনার করার ছবি তারা সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করেছেন।

এই প্রসঙ্গে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে বর্তমানে রোনালদোর শারীরিক অবস্থা বেশ ভালোই রয়েছে। তার শরীরে বাড়তি কোনও সমস্যা দেখা দেয়নি। যেহেতু পর্তুগিজ দলের একজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন তাই আবার পুরো টিমের করোনা টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখনীয় এর আগে জুভেন্টাসে রোনালদোর সতীর্থ পাওলো দিবালা আক্রান্ত হয়েছিলেন করণাতে। একাহার তার সাথে ইতালি;ই লিগে খেলা তারকা ফুটবলার ইব্রাহিমোভিচও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Back to top button