Uncategorized

রোমান্টিক গানে নোরা ফাতেহির অন্তরঙ্গ উষ্ণ নাচ টেরেন্স লুইসের সাথে, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বলিউডের ভিসাকি গার্ল বলে পরিচিত নোরা ফতেহির সাথে ডান্স গুরু টেরেন্স লুইসের নাচ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে নোরা রোমান্টিক হিন্দি গান ‘ভিগি ভিগি রাতো মে ক্যাসা লাগতা হে ‘। ভিডিটিতে নোৱাৰে সাথে লুইসের কেমেস্ট্রি এতটাই ভালো হয়েছে যে এক মুহূর্ত দেখে আপনার মনে হবে নোরা টেরেন্সের সাথে প্রেম করছেন। ভিডিওটিতে নোৱাৰে পরনে ছিল সবুজ শিফন শাড়ি আর স্লিভলেস ব্লাউস আর ট্রেন্স পড়েছিলেন কালো কোর্ট।

কিছুদিন আগে একটি নাচের রিয়ালিটি সিওও তে কিছুদিনের জন্য অতিথি হয়ে গিয়েছিলেন নোরা। মালাইকা অরোরা হঠাৎ করে করোনা পজিটিভ হওয়ার কারণে সেই শূন্যস্থান পূরণ করতেই বিচারকের আসনে বসেছিলেন নোরা। আর সেই সুযোগে শো এর টিআরপির জন্য নোরা ও টেরেন্সের রোমান্টিক এই পারফরম্যান্স করতে হয় মা গীতার নির্দেশে।

এই মুহূর্তে নোরা ছুটি কাটাচ্ছেন ভারতের জনপ্রিয় পর্যটন স্থল গোয়া তে। কিছুদিন আগে সমুদ্র তীরে তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে নোৱাৰে সাথে নাচতে দেখা যায় অন্য এক অপরিচিত পুরুষ বন্ধু কে।

Back to top button