Uncategorized

আধুনিক হচ্ছে লোকাল ট্রেন, আসছে নতুন রেক, বজায় থাকবে দূরত্ব, হবেনা জারকিংও

করোনা আতঙ্কে বদলে যাচ্ছে মানুষের জীবন যাত্রা। কমবেশি পরিবর্তন দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে বাদ নেই লোকাল ট্রেনও।জনপ্রিয় এই গণপরিবহনে আসছে অনেক পরিবর্তন। যেখানে সংক্রমণ দূরে রাখতে বজায় থাকবে দূরত্বের নিয়ম। কামরার ভেতরে থাকবে পর্যাপ্ত হাওয়া। আর রাইডিং ইনডেক্স এমন রাখা হবে যে রেলের ঝাকুনিতে একজন আর একজনের কাঁধে এসে পড়বেনা। আর সেই কারণেই বদলে যাচ্ছে কামরার রূপ।

রেলের কোচ নির্মাণকরি কোম্পানি আইসিএফ কোচ ফ্যাক্টরি তাদের নির্মিত রেক বোমবাড়িয়ার একটি কোম্পনীকে দিয়ে রুপান্তিরিত করছে আধুনিক রেকে। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানান যে আধুনিক ডিজাইনের তৈরী কয়েকটি রেক ইতিমধ্যে শিয়ালদাহ স্টেশনে এসে পৌঁছেছে।

আর এখন তা আরো আধুনিক ও পরিস্থিতির অনুকূলভাবে তৈরী করছে রেক প্রস্তুত করি কোম্পানি। জানাগেছে এই রেক গুলি ডিসি মোদের পরিবর্তে চলবে এসি থ্রি ফেজে।

শুধু তাই নয় এই রেকের ভেল্টিলেশন ব্যবস্থা এমন রাখা হবে যে যাত্রী বেশি থাকলেও বাইরে থেকে সহজেই হাওয়া ঢুকতে পারবে। আর এরজন্য উপরে থাকবে এয়ার ডাক ব্যবস্থা যাতে যাত্রী কম থাকলে অতিরিক্ত হাওয়া মাথার উপর দিয়ে বের হয়ে যায়।

এছাড়াও মহিলা কামরায় থাকবে সিসিটিভি যা প্রয়োজন ছাড়া অন্যকেউ দেখতেই পারবে না। ফলে রাখা যাবে ট্রেনের ভেতর অযাচিত অপরাধ। ট্রেনে নিয়ে আসা হচ্ছে আধুনিক ব্রেকিং সিস্টেম যার ফলে ট্রেন হঠাৎ করেব্রেক করলেও লাগবেনা কোনো ঝাকুনি। ফলে ট্রেন চললে হবেনা কোনও রকম ঝাকুনি। আর এরফলে েকে ওপরের গায়ে হেলে পড়বেনা। এর পাশাপাশি এই কামরা গুলি দেখতে সুন্দর ও আকর্ষণীয় হওয়ার কারণে যাত্রীদের মনোগ্রাহী হয়ে উঠবে।

Back to top button