Uncategorized

আসছে মা দূর হয়ে যাবে মহামারী, সেই আশাতেই মা দুর্গার আগমনী গান গাইলেন সারেগামাপা-র শিল্পীরা

মহালয়া হয়ে গেছে প্রায় একমাস হলো। আর এবার মা দূর্গা আসছেন আর কিছুদিন পরেই। পুজোর আগেই বাতাসে ভেসে ভাড়ায় আগমনী সুর। আগমনীর সুরে ছন্দে মেতে ওঠে বাঙালি। চারপাশে থাকে যেন পুজো পুজো রব। তবে এ বছর পরিস্থিতি একদমই আলাদা। পুজোর মাঝেই যেন করোনা আতঙ্কের এক বিষাদময় সুর। তবে সব বাধা জরাজীর্ন করে মায়ের আরাধনায় ব্রতী হয়েছে একাধিক ক্লাব সংগঠন ও পুজো কমিটি। শুরুতে পুজো নিয়ে চিন্তা থাকলেও জোট দিন যাচ্ছে ততই বাঙালি যেন মেতে উঠেছে আগমনীর সুর ও ছন্দে।

পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। করোনা আতঙ্কের জেরে অনেক বাঙালি এবার শপিং সেরেছেন অনলাইনেই। সরকারি বিভিন্ন নিয়ম ও নিষেধাজ্ঞা মেনেই এবার আয়োজিত হবে বিভিন্ন পুজো। প্যান্ডেলে থাকবে সোশ্যাল ডিস্টেন্সের নিয়ম। তাই দোল বেঁধে ঠাকুর দেখা আর লাইন এবার মনে হয় চোখে পড়বেনা।তবে এসব চিন্তার মাঝেই এবার আগমনী গান নিয়ে এলেন। সারেগামাপা -র সংগীত শিল্পীরা।

মা আসছেন সবার ঘরে সেই বার্তায় পৌঁছে দিতেই নতুন একটি ভিডিও শেয়ার করলেন সারেগামাপা-র ২০১৮-১৯ এর সংগীত শিল্পীরা। গানটি তৈরী হয়েছে মানিক বেড়ার কথায় ও রাহুল দত্তের সুরে। গান টি গেয়েছেন নিকিতা ভট্রাচার্য্য থেকে শুরু করে , স্নেহা ভট্টাচার্য্য ও সুমন মজুমদার সহ অন্যান্য সারাগামাপা-র সংগীত শিল্পীরা।

দেখেনিন সেই ভিডিওটি –

Back to top button