Uncategorized

ভারতের বড় শিল্পপতি হওয়া সত্ত্বেও মাটির মানুষ রতন টাটা, বলিউডের হিরোদেরও হার মানাবে তার ছবি

ভারতের অন্যতম বড় শিল্পপতি হলেন রতন টাটা। তিনি সবার কাছে এই নামেই বেশি পরিচিত। আর আপনি যদি ইতিহাস ঘটনা তাহলে দেখতে পারবেন যে টাটা বংশের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। তার কোম্পানির ব্যবসাকে একজন ভারতীয় হওয়া সত্ত্বেও এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যে ব্রিটিশ ব্যবসায়ীরা সেই সময় তাকে ঈর্ষা করতো।

ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় এখনো সেই টাটা গ্রূপের নাম ও আদিপত্য বজায় আছে ভারতের অর্থনীতিতে। বর্তমানে মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধোনি হলেও টাটাদের কাছে আছে প্রাচীন ঐতিহ্য পূর্ণ মর্যাদা।

সম্প্রতি রতন টাটা তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেছেন তার যৌবন কালের একটি ছবি। ভারতের এই বড় শিল্প পতি তার স্কুল ও কলেজ জীবনের বেশ কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। স্কুল জীবনের ছবিতে ভারতের এই বড় শিল্পপতিকে দেখা যাচ্ছে মাটিতে বসে থাকতে। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন

সম্প্রতি রতন টাটা তার সোশ্যাল হ্যান্ডেলে অর্থাৎ ইন্সটাগ্রামে তার যৌবনকালের ফটো শেয়ার করলেন। বিশেষত তিনি তাঁর স্কুলজীবনের ও কলেজ জীবনের ছবি শেয়ার করেছেন। শিল্পপতি স্কুল জীবনে যে ফটোটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে তিনি মাটিতে আছেন।

ক্যপশানে লিখেছেন, ১৯৫৫ সালের ইয়ার বুকের ছবি, আমি তখন রিভারলেড কান্ট্রি স্কুলে পড়তাম। তিনি আরো লেখেন তার লো ও রুডির কথা খুব মনে পরছে, তাই এই ছবিটি শেয়ার করলাম। শিল্পপতি রতন টাটার যৌবন কালের এই ছবি দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে যায় করতে থাকে এই শিল্পপতির প্রশংসা।
সেই ছবির নিচে অনেকেই কমেন্টস করে লিখেছেন যে আপনাকে দেখতে বলিউডের অনেক হিরোদের থেকেও সুন্দর লাগছে।

Back to top button