ছেলে না মেয়ে, কে আসবে বিরাট-অনুশকার কোলে? ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষীতর
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুশকা শর্মা ও ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিয়ের পর থেকে বেশ সুখে শান্তিতেই ঘর করছেন।তারা দুজন দুজনকে ছাড়া যেন এক মুহূর্ত ও থাকতে পারে না। কিন্তু কি করা যাবে কাজের সূত্রে প্রায়ই আলাদা থাকতে হয় এই দম্পতিকে ।তবে লকডাউনের সময় একসঙ্গে ছিলেন বিরাট-অনুশকা। এমনকি তাদের সেই সুখের ঘরে যে আরেক অতিথি আসতে চলেছে এ কথাও ভক্তদের জানা।
কিন্তু কে আসবে বিরাট-অনুশকার কোল আলো করে? ছেলে না মেয়ে।একথাই জানালো এক জ্যোতিষী।ওই জ্যোতিষী জানান, বিরাট-অনুশকার কোল আলো করে আসবে মেয়ে। ওই জ্যোতিষীর মতে, ‘মেয়ে বা ছেলে যেই হোক না কেন তারা প্রত্যেকেই ঈশ্বরের উপহার। ঈশ্বর তাদের এই পৃথিবীতে পাঠান।আর ঈশ্বরই সবাইকে সমান ক্ষমতা দেন।’
জ্যোতিষীর এই কথা এর মধ্যেই নেটজনতার মাঝে হৈচৈ ফেলে দিয়েছে। বিরাট-অনুশকার মতো যেন নেটিজেনরাও এই খবরে বেশ খুশি। তবে এখন কে আসে এই দম্পতির ঘরে সেটাই দেখার পালা।