৮০ বছরে চুল কাটেননি একবারও, এখন লম্বায় ৫ মিটার

কিছুদিন আগেই বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রভাবে সেলুন বন্ধ থাকার কারণে চুল কাটতে না পাড়ার কারণে অনেকেই চিন্তা ও যন্ত্রনায় কাটাচ্ছিলেন। অনেকে সেই যন্ত্রনা দূর করার জন্য মাথা ন্যাড়া করেছিলেন। কিন্তু ৮০ বছর ধরে চুল না কেটে নিজের জীবন দিব্যি কাটাচ্ছেন এনগুয়েন ভান চিয়েন নামের এক বৃদ্ধ। ৯২ বছরের এ বৃদ্ধের মাথার চুলের দৈর্ঘ্য এখন পাঁচ মিটার লম্বা।
এনগুয়েন নামের ওই বৃদ্ধ ভিয়েতনামের বাসিন্দা। তিনি ভিয়েট নামের মিকং ডেল্টা প্রদেশে থাকেন। হু চি মিন শহর থেকে ৮০ কিমি দূরে অবস্থিত।
এই প্রসঙ্গে এনগুয়েন বলেন, চুল কেটে ফেলার পর আমি মারা যাবো বলে বিশ্বাস করি। আমি এটাকে পরিবর্তন করতে চাই না। এমনকি চিরুনি ব্যবহার করতেও চাই না।
এনগুয়েন আরও বলেন, আমি শুধু চুলের যত্ন নিয়েছি। চুলকে সুন্দর ও পরিষ্কার রাখতে স্কার্ফ ব্যবহার করি।
সাত দেবতায় বিশ্বাসী যেন গুয়েন বলেছেন তিনি কমলা রঙের পাগড়ির নিচে চুল লুকিয়ে রাখতেন তখনি দেবতারা তাকে চুল বড় করার জন্য স্বপ্ন দেখান।
এমনকি তাকে স্যকুলে পড়ার সময় শিক্ষক মহাশয় চুল গুলোকে কাটাতে বলে তিনি তৃতীয় শ্রেণীতে পড়া চলা কালীন স্কুলে যাওয়ায় বন্ধ করে দেন। কারণ তিনি দেবতার আদেশ অনুযায়ী চুল কাটতে বা চিরুনির আঁচড় দিতে পারবেন না।
তিনি বলেন, আমরা চুল কালো, সরু ও শক্তিশালী ছিল। তখন চুলের যত্ন নিতাম। যখন ঐশ্বরিক শক্তি থেকে আহবান পেয়েছি তখন থেকে চুল রাখা শুরু করি। প্রতিরাতে এটি শক্ত হয়ে পড়ে । তবে এটি আমার অনুভূতিতে জড়িয়ে রয়েছে।
এনগুয়েনের পাঁচ ছেলে রয়েছে। এর মধ্যে লুয়াম নামের এক ছেলে পাঁচ মিটার লম্বা চুল গোছানোর কাজে সহযোগিতা করে।