টেক নিউজ

TikTok- এ উপার্জন করুন ঘুমিয়ে থেকেই, সকল ব্যবহারকারীদের জন্য দারুন সুযোগ

মাইক্রো ভিডিও শেয়ারিং এপ্লিকেশন টিকটক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ইয়ুথ দের কাছে। এই ভিডিও শেয়ারিং এপ্লিকেশনটিতে অনেকেই শেয়ার করে তাদের তৈরী কড়া বিভিন্ন ভিডিও। আর এরফলে ভারতে অনেকেই হয়ে গেছে টিকটক ষ্টার।

তবে টিক টক ষ্টার অনেকেই হয়ে উঠলেও তাদের ছিলোনা কোনো উপার্জনের সুযোগ। তাই হাজার হাজার ভিডিও ভিউ ও ফলোয়ার্স থাকা সত্ত্বেও তাদের সন্তুষ্ট থাকতে হতো উপার্জন হীন শ্রম নিয়ে। এরপর টিকটক নিয়ে আসে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ। লাইভ স্ট্রিমিংয়ের সময় বিভিন্ন ইমোজি গিফট আদান প্রদানের মাধ্যমে ব্যবহারকারীরা পায় উপার্জনের সুযোগ।

আর এবার টিকটক নিয়ে এলো ঘুমোনোর মাধ্যমে উপার্জনের সুযোগ। ব্যবহারকারীকে এই উপার্জন করতে হলে আগে থেকেই নোটিফিকেশনের মাধ্যমে জানাতে হবে যে তিনি আজ রাতে স্লিপ লাইভ স্ট্রিমিং করছেন।আর লাইভ স্ট্রিমিং চালু রেখে এরপর ব্যবহারকারী ঘুমিয়ে পড়লেও তার ফলোয়ার্সরা খুশি হয়ে যেসব গিফট ইমোজি প্রদান করবে তা রিডিং করতে পারবেন নগদ অর্থে।

ওসকার রিয়াস নামের এক টিক টক ব্যবহারকারী যিনি লাইভ স্ট্রিমনিজের মাধ্যমে প্রচুর উপার্জন করেছেন। তিনি তার প্রথম স্লিপিং লাইভ স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেছেন ‘ ঘুম থেকে উঠে লাইভ বন্ধ করার পর দেখি ছয় হাজার নতুন ফলোয়ার্স! কিন্তু পরবর্তী কালে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়ায় অনেক ফলোয়ার্স চলে যায়।’

জয়ী ফে, ২৪ নামের এক ব্যবহারকারী জানায় যে সে সারারাত ধরে ড্রাইভিং করছিলো আর তখন সে স্লিপ স্ট্রিমিং শুরু করে আর সকালে লাইভ শেষ করে দেখেন যে তার বলতে জমেছে প্রায় ৫০ ডলার।

Back to top button