টেক নিউজ

কমে গেল ডিজেলের দাম, জেনেনিন কত

এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। করোনা মহামারীতে আনলক পর্বের প্রথম পর্যায়েই হু হু করে বেড়েছিল তেলের দাম। তারপর পেট্রল-ডিজেলের দাম কম-বেশি অপরিবর্তিতই। আজ সপ্তাহের শুরুর দিন ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ১১-১২ পয়সা। তবে অপরিবর্তিত পেট্রোলের দাম।

দিল্লিতে আজ পেট্রল ৮২.০৮ টাকা, ডিজেল ৭৩.১৬ টাকা হয়েছে। মুম্বইতে আজ পেট্রোলের দাম ৮৮.৭৩টাকা, ডিজেল ৭৯.৬৯ টাকা। কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৫৭ টাকা, ডিজেল ৭৬.৬৬ টাকা। অপরদিকে চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.০৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮.৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

করোনা মহামারীর জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দাড়িয়েছিলো আকাশ ছোঁয়া। তবে ভারতবাসী সে সুবিধা পায়নি। করোনা মহামারীতে চাঙ্গা রাখতে তেলের ওপর বেড়েছিল বিপুল পরিমান ট্যাক্সের বোঝা। একসময় পেট্রোলের দামকে চাপিয়ে গিয়েছিলো ডিজেলের দাম।

Back to top button