BIKE: কত স্পিডে চালালে বাইকের মাইলেজ কমে যায়? খুব কম লোকই জানেন এই তথ্য
মোটরসাইকেল একটি জনপ্রিয় বাহন। তবে অনেকেই ভালো মাইলেজ পান না। কারণ তারা ভুলভাবে বাইক চালান। এতে ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে এবং মাইলেজ কমে যায়।
মোটরসাইকেল চালানোর সময় গতি ও ওজনের উপর মাইলেজ নির্ভর করে। গতি বেশি হলে এবং ওজন বেশি হলে মাইলেজ কমে যায়।
গতির উপর মাইলেজ:
অভিজ্ঞ বাইকাররা বলে থাকেন, 40 থেকে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা গড় গতি রাখলে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যায়। 100 সিসি কমিউটার বাইকের ক্ষেত্রে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘণ্টা গতি রাখলে ভালো মাইলেজ পাওয়া যায়। এর বেশি গতি হলে মাইলেজ ধীরে ধীরে কমতে থাকে।
ওজনের উপর মাইলেজ:
বাইকের ওজন যত বেশি হবে, ইঞ্জিনে তত বেশি চাপ পড়বে। ফলে আরও বেশি জ্বালানি খরচ হবে। তাই বাইকে অতিরিক্ত ওজন বহন করা এড়িয়ে চলতে হবে।
বাইকের মাইলেজ বাড়ানোর উপায়:
নির্দিষ্ট গতিতে বাইক চালানো
বারবার ব্রেকিং ও আচমকা অ্যাকসেলেশন এড়ানো
ওভারস্পিডিং এড়ানো
বাইকে অতিরিক্ত ওজন বহন না করা
বাইকের মাইলেজ বাড়ানোর জন্য সঠিক গতি ও ওজন বজায় রাখা জরুরি। এছাড়াও বাইক নিয়মিত সার্ভিস করানো এবং ভালো মানের জ্বালানি ব্যবহার করাও মাইলেজ বাড়াতে সাহায্য করে।