টেক নিউজ

বাজারে আসতে চলেছে দুদার্ন্ত ফিচারের এই মোবাইল, যা আপনার সাধ্যসাপেক্ষে

বিশ্বের খুব জনপ্রিয় কোম্পানী শাওমি খুব অল্প সময়ের মধ্যে তার নতুন ব্রান্ডের স্মার্ট ফোন লঞ্চ করে।এবার ভারতের বাজারে আস্তে চলেছে রেডমি নোট 9।শাওমির তরফ থেকে মঙ্গলবার এই টিজার প্রকাশ করা হয়।সেখানেই এর ফিচার সম্পর্কে জানানো হয়।

এর ফিচারগুলো হলো এই ফোনের ডিসপ্লে 6.4 ও তার সাথে থাকবে waterdrop notch।এতে Qualcomm Snapdragon 675 Octa core প্রেসার থাকবে ও RAM থাকবে 4 GB।এই ফোনের পেছন ক্যামেরা ৪টি, একেকটি হলো, 48 MP, 8 MP, ও 2 MP।এই ফোনের সেলফি ক্যামেরা থাকবে 13 MP। এই ফোনের ব্যাটারি থাকবে 4100 mAh-এর।ফোনটি লঞ্চ করা হবে এই মাসের ৯ তারিখে।

রেডমি নোট 9 ও রেডমি রেড 9 প্রো এই দুটি ফোন একই দিনে লঞ্চ ঘবে।mi।com ও amazon।in, এই দুটি সাইট থেকে পাওয়া যাবে।তাবে এই ফোনের দাম সম্পর্কে এখনো জানা যায়নি। তাবে মনে করা হচ্ছে যে, এই ফোনের দাম ১৫ হাজার টাকার নিচে থাকবে।

Back to top button