টেক নিউজ

কিউআর কোড স্ক্যান করা নিয়ে সতর্ক করলো এসবিআই, জেনেনিন নইলে পড়বেন বিপাকে

সময়ের সাথে সাথে প্রতারকেরাও এখন ডিজিটাল হয়ে উঠেছে। তাই এসবিআই তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে কিউআর কোড স্ক্যান করার আগে যাচাই করে নেওয়াটা আবশ্যক। লাইনে দাঁড়িয়ে টাকা তোলা বা টাকা জমা করতে হয়না গ্রাহকদের। বাড়িতে বসেই টাকা-পয়সার লেনদেন করা যায় এখন সহজেই।আর সেই সুবিধাকে কাজে লাগিয়ে প্রতারকেরা দিনের-পর-দিন প্রতারণা করে চলেছে সাধারণ মানুষের সাথে। আমরা কোন একটা জায়গায় টাকা ট্রান্সফার করার জন্য ইউপিআই আইডি কিংবা কিউআর কোড ব্যবহার করে থাকি। কিন্তু টাকার লেনদেন করার আগে যদি সাবধানতা অবলম্বন করা না হয়, তাহলে আপনার কষ্টার্জিত অর্থ হাওয়া হয়ে যেতে পারে নিমিষের মধ্যে।

সম্প্রতি এস বি আই এর তরফ থেকে একটি টুইট করা হয়েছে। বলা হয়েছে, না জেনে কিউ আর কোড স্ক্যান করছেন। স্ক্যান করার আগে সাবধান হোন। স্ক্যান করার আগে নিজে ভাবুন অচেনা আনভেরিফাইড কিউআর কোড স্ক্যান করবেন না। সতর্ক থাকুন এবং এসবিআই এর সাথে সাবধানে থাকুন।

এটা আপনাদের মাথায় সর্বদা থাকা উচিত,অন্য কারো কাছ থেকে টাকা পাওয়ার জন্য কিউআর কোড স্ক্যান কখনোই করতে হয় না। যদি আপনাকে কেউ কি কিউ আরকোড স্ক্যান করার কথা বলে, আর সেই ক্ষেত্রে আপনি টাকা পাবেন সেই হিসেবে। তাহলে আপনি কখনই এই কাজ করবেন না। যদি আপনাকে টাকা পাওয়ার জন্য কোনো কিউআর কোড স্ক্যান করার কথা বলা হয়, তাহলে বুঝে নেবেন এটা স্ক্যাম ছাড়া কিছু নয়।।

Back to top button