বিশ্বকাপে জয়ের হ্যাট্রিক করলো ভারত, কিউইদের হারিয়ে ভারত এখন সেমিফাইনালে

ওম্যান ওয়ার্ল্ডকাপে জয়ের হ্যাট্রিক করলো ভারত।আজ নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে টানা তিনটি ম্যাচে জয়ী হলো ভারত।এর আগে বিশ্বকাপে তারা অস্ট্রেলিয়াকে ও পরে বাংলাদেশকে হারিয়েছিল। আজকের ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেটাররা নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে দিলো।
আজকে ভারতীয় মহিলা ক্রিকেটাররা প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে।দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন শেফালী বর্মা।তিনি ৩৪ বলে ৪৬ রান করেন।নিউজিল্যান্ডের হয়ে ডিটি করে উইকেট নেন এমিলিয়া কেইরি ও রোজমেরি মাইর।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারায় নিউজিল্যান্ড।এরপর নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন ও সুজি বেটস কিছুক্ষণের জন্য দলের হাল ধরলেও তারা পুনম যাদব ও দীপ্তি শর্মার খুবই অসাধারণ বলে তারা আউট হয়ে যান।শেষের দিকে এমিলিয়া কেইরি খুবই দ্রুত রান তুললেও ভারতীয় মহিলা ক্রিকেটাররা শেষ পর্যন্ত ১৩০ রানে নিউজিল্যান্ডকে থামিয়ে দেয়।এই ৩ রানে জিতে সেমিফাইনালের দিকে এক ধাপ এগোলো ভারতীয় দল।