মহিলা বিশ্বকাপ: কাল মিতালিদের সামনে পাকিস্তান
মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল শুক্রবার। ভারতের প্রথম ম্যাচ অবশ্য রবিবার সকালে। সামনে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া মিতালি রাজরা। এখনও পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ভারতের মহিলা দল। ২০১৭ সালে তীরে এসেও তরী ডুবেছিল। ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় স্মৃতি মান্ধানাদের। সেই ব্যর্থতা ভুলে প্রথমবার বিশ্বসেরার মুকুটই পাখির চোখ ভারতের। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ভোগাতে পারে দলকে। ছন্দে নেই শেফালি ভার্মা। হরমনপ্রীত কাউর অবশ্য প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
স্মৃতি মান্ধানা ও মিতালি রাজের রানের মধ্যে থাকাটা বড় স্বস্তি। চিন্তা রয়েছে বোলিং নিয়েও। তারকা পেসার ঝুলন গোস্বামী ছন্দে থাকলেও তাঁকে সঙ্গ দেওয়ার মতো অভিজ্ঞ কেউ দলে নেই। তবে শক্তির বিচারে পাকিস্তানের থেকে এগিয়ে ভারতীয় প্রমীলা ব্রিগেড। ম্যাচ রবিবার সকাল সাড়ে ছ’টায়।