খেলা

SPORTS: বিরাট কোহলির পর ক্যাপ্টেন কে? জানালেন সুনীল গাভাস্কার

বিরাট কোহলি টি-২০ ও ওয়ানডের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন টেস্ট ফরমেট থেকেও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তো এবার লাল বলের ফরম্যাটে ভারতীয় দল কে নেতৃত্ব দেবে কে ? আর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার নিজেই।

তিনি মনে করেন যে ভারতীয় দলের তরুণ তুর্কি ঋষভ পন্থের হাতে তুলে দেওয়া হোক ভারতীয় টেস্ট দলের দায়িত্ব। গাভাস্কার বিশ্বাস করেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব প্রদানকারী ঋষভ জাতীয় দলেও নিজেকে প্রমান করতে পারবেন।

সম্প্রতি আচমকা সকলকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। আর এই সিদ্ধান্তের কথা শুনে গোটা দেশ জুড়ে বিরাটের ফ্যানেরা হতাশা প্রকাশ করেন। আর তারপর থেকেই বরাত কোহলির কিছু ফ্যান বোর্ড প্রেসিন্ডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুধ্যে ক্ষোভ প্রকাশ করা শুরু করে দেন।

বিরাট কোহলির ফ্যানেরা তাদের প্রিয় খেলোয়াড়ের অধিনায়কত্ব ছাড়ার পেছনে সৌরভ গাঙ্গুলীকেই দায়ী করেন। এমনকি তাদের মধ্যে অনেকেই সৌরভ গাঙ্গুলিকে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার পরও থেমে নেই ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিতর্ক। বিরাট কোহলিকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব থেকে সরানোর পর যে কাদা ছোড়াছুঁড়ি চলছে ভারতীয় ক্রিকেটে, তা উদ্বেগজনক।আর খলির এই আচমকাই টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়া কে কেন্দ্র করে সেই বিতর্ক আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Back to top button