খেলা

SPORTS: ৮৮ রানেই ধরাশায়ী বাংলা, ব্যর্থ হলেন ‘মন্ত্রী মশাই’ মনোজ তিওয়ারি

শুরু হয়েছে রঞ্জি ট্রফি। আর রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ধরাশায়ী হয়ে গেলো বাংলা। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বোর্ড করে ১৮১ রান। তার জবাবে মাত্র ৮৮ রানেই গুটিয়ে গেলো বাংলার অভিমন্যু ও ঈশ্বরণরা।

ভারতীয় দলে খেলা ও বাংলার ‘মন্ত্রী মশাই’ ক্রিকেটার বলে পরিচিত মনোজ তিওয়ারি আউট হয়ে গেলেন মাত্র শূন্য রান করেই। যাহ্রাও কোনো রান না করেই সাজঘরে ফিরে গেছেন ব্যাটার অণুস্তুপ মজুমদার। তবে বাংলা দলের হয়ে সর্বচ্চ রান করেছেন নবাগত উইকেট রক্ষক -ব্যাটার অভিষেক পোড়েল।

অপরদিকে বর্ডার হয়ে ৫ উইকেট নিয়ে একই বাংলাকে গুড়িয়ে দেন অতীত শেঠ। এখন দেখার পরের ম্যাচে কেমন ফলাফল করে বাংলা বাহিনী।

Back to top button